Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নবাবগঞ্জে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৪, ০৩:২৮ পিএম


নবাবগঞ্জে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

ঢাকার নবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ দপ্তরে উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার, গম, বাদাম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা সিমা মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, নবাবগঞ্জে কৃষি ও কৃষকের স্বার্থে খাল খনন করার মাধ্যমে জলাবদ্ধতা দূর করতে সকল ধরনের সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।

তিনি এ বিষয়ে সকল কৃষককে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

১৪টি ইউনিয়নের প্রায় ২৭শ’ কৃষকের মাঝে পর্যায়ক্রমে কৃষি প্রণোদনা হিসেবে এ সার বীজ বিতরণ করা হবে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর নিশ্চিত করেছে।

এ সময় বিভিন্ন ইউনিয়নের কৃষকসহ উপজেলা কৃষি কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!