Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

দৌলতদিয়ায় ফেরির টিকিটে অতিরিক্ত টাকা নেয়ায় ৩ জনকে দণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৪, ০৩:৩৪ পিএম


দৌলতদিয়ায় ফেরির টিকিটে অতিরিক্ত টাকা নেয়ায় ৩ জনকে দণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারের ফেরির টিকিটে অতিরিক্ত টাকা আদায়ের অপরাধে তিন ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দিনগত মধ্যরাতে রাজবাড়ী জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মণ্ডলের পাড়ার মো. শহিদ প্রামাণিকের ছেলে আমজাদ হোসেন প্রামানিক (৩১), কিয়ামদ্দি মেম্বারের পাড়ার তারক আলী খাঁর ছেলে এলাহি খাঁ (৩২) এবং শাহাদত মেম্বার পাড়ার দেলোয়ার ফকিরের ছেলে মোশারফ ফকির (২৭)।

রাজবাড়ী জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ ও রাজবাড়ী সেনা ক্যাম্পের মেজর রেজাউর রহমানের নেতৃত্বে বুধবার দিনগত রাত ১২টার দিকে দৌলতদিয়া ঘাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ফেরির প্রতিটি টিকিটে ১০০ থেকে ২০০ টাকা বেশি আদায় করার অভিযোগে এই তিন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করলে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বিআইডব্লিউটিসি’র কোনো কর্মকর্তা-কর্মচারী নন এবং তিনি তাদের চেনেনও না। তারা কীভাবে টিকিট বিক্রির কাজে জড়িত হলেন সে বিষয়েও তিনি কিছু জানেন না।

ইএইচ

Link copied!