Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দীঘিনালায় বন্যা দুর্গতদের নতুন বাসস্থান উপহার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

নভেম্বর ৭, ২০২৪, ০৪:০১ পিএম


দীঘিনালায় বন্যা দুর্গতদের  নতুন বাসস্থান উপহার

‘মানুষের সেবায় মানুষ’ সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে নতুন বাসস্থান তৈরি করে দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দীঘিনালা জোনের সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় দীঘিনালা জোনের ৪ই বেংগলে দি বেবী টাইগার্স নির্মাণে ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশন (ঢাকা চ্যাপ্টার) এর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের নতুন বাসস্থান এর ফিতা কেটে উদ্বোধন করে ঘর বুঝিয়ে দেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের ক্যাপ্টেন হাসনাইন আলভী, অনাহারী ক্যাপ্টেন মো. আব্দুল মান্নান,  ওয়ারেন্ট অফিসার মো. হারুন, বোয়ালখালী ইউপি সদস্য মো: দীল মোহাম্মদ দীলু প্রমুখ।

এতে বন্যায় ক্ষতিগ্রস্ত মেরুং ইউনিয়ন বেলছড়ির সুকান্ত চাকমা ও ভৈরফার কলাইয়া চাকমা, বাবুছড়া ইউনিয়নের অরুনা চাকমা,কবাখালী ইউনিয়নে হাচিনসনপুরের নুর আলম, বোয়ালখালী ইউনিয়নের মিজানুর রহমান, নজরুল ইসলাম,  দুলু বেগম ও বিপুল বালাকে নতুন বাসস্থান দেয়া হয়।

নতুন ঘর পেয়ে সুকান্ত চাকমা বলেন, বন্যার পানিতে ঘর ভেঙে গিয়েছিল, কোন রকম ভাঙা ঘরে বাস করছিলাম, সেনাবাহিনী নতুন ঘর তৈরি করে দিয়েছেন।  সেনাবাহিনীকে অনেক কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই তারা গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

দুলু বেগম ঘর পেয়ে বলেন, আর্মি গরীব মানুষের জন্য কাজ করে আমাকে একটা নতুন ঘর তৈরি করে দিয়েছে এখন ছেলে মেয়ে নিয়ে নতুন ঘরে থাকতে পারব। আর্মির নামাজ পরে দোয়া কর।

বিআরইউ

Link copied!