Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

হোসেনপুর পৌর এলাকার যানজট নিরসনে মতবিনিময় সভা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

নভেম্বর ৭, ২০২৪, ০৫:৫২ পিএম


হোসেনপুর পৌর এলাকার যানজট নিরসনে মতবিনিময় সভা

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার যানজট নিরসন ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সভার আয়োজন করে হোসেনপুর পৌরসভা প্রশাসন।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি ফরিদ-আল-সোহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, উপজেলা জামায়াত আমির মো.আমিনুল হক, যুবদল সভাপতি সাফাতুল ইসলাম সম্রাট, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল হক, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, ব্যবসায়ী অধ্যাপক খন্দকার মফিজুল হক মানিক প্রমুখ।

বিআরইউ
 

Link copied!