Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস পালিত

মাগুরা প্রতিনিধি:

মাগুরা প্রতিনিধি:

নভেম্বর ৭, ২০২৪, ০৬:০০ পিএম


মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস পালিত

মাগুরায় যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বর্ণাঢ্য র‍্যালিটি মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানের সমাবেশ শেষে র‍্যালিটি ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে,সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হয়।বক্তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে মাগুরার ঐতিহাসিক নোমানী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব আলী আহম্মদ সাবেক আহ্বায়ক জেলা বিএনপি। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তার হোসেন সদস্যসচিব জেলা বিএনপি। মো. ইকবাল আক্তার খান কাফুর সাবেক মেয়র পৌরসভা।খান হাসান ইমাম সুজা সাবেক যুগ্ম আহ্বায়ক, মো. ফারুকুজ্জামান ফারুক,সাবেক যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি,মো. আলমগীর হোসেন সাবেক যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি,এ্যাড ঃ ওয়াশিকুর রহমান কল্লোল সভাপতি জেলা যুবদল,আশরাফুজ্জামান শামীম সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দল,মো. গোলাম জাহিদ সাবেক সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল,মো. আব্দুর রহিম সাবেক সভাপতি জেলা ছাত্রদল মাগুরা।

র‍্যালি ও সমাবেশের সভাপতিত্ব করেন মো. কুতুব উদ্দিন আহ্বায়ক সদর উপজেলা বিএনপি।সঞ্চালনায় ছিলেন, আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, আহ্বায়ক পৌর বিএনপি মাগুরা।

বিআরইউ
 

Link copied!