Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

চিলাহাটিতে বন বিভাগের গাছ কর্তন, আটক-১

ডোমার(নীলফামারী) প্রতিনিধি:

ডোমার(নীলফামারী) প্রতিনিধি:

নভেম্বর ৭, ২০২৪, ০৭:৩৫ পিএম


চিলাহাটিতে বন বিভাগের গাছ কর্তন, আটক-১

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বন বিভাগের গোসাইগঞ্জ বিটের গাছ কেটে উজাড় করেছে বনদস্যুরা। দিনরাত মিলিয়ে কয়েক বিঘা জমির গাছ কর্তন করেছে তারা। এমন ঘটনায় প্রশাসনের অভিযানে গাছ কাটার দায়ে ঘটনাস্থল থেকে মো. সুবহান (৭০) নামের বৃদ্ধকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বিওপি বাজার এলাকা থেকে ৮ ভ্যান কাটা গাছের লগ আটক করে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আনে স্থানীয় জনতা।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্ত করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি এবং ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম। এসময় ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালুও উপস্থিত ছিলেন।
ঘটনাস্থল থেকে গাছ কাটার অভিযোগে মো. সুবহান (৭০) নামের একজনকে আটক করে ডোমার থানা পুলিশ। 
গত ৫ই আগস্টের পর থেকে  ক্ষমতার অপব্যবহার করে এসব কর্মকাণ্ড করছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা বলে জানান স্থানীয় লোকজন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, এই ঘটনায় বন রক্ষা আইনে মামলা হবে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরইউ

Link copied!