Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর ভস্মীভূত

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

নভেম্বর ৭, ২০২৪, ০৭:৪২ পিএম


সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর ভস্মীভূত

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার মতো।

গতকাল বুধবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমত বেগের টেক নামক এলাকার উত্তর পাশে ফুলজানির বাপের পাড়ায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

মধ্যরাতে অজানা কারণে সৃষ্ট আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১০ টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। যেগুলোর বেশির ভাগই অতি দরিদ্র শ্রেণির। মাথা গোঁজার ঠাঁইসহ সর্বস্ব হারিয়ে পরিবারগুলোর সদস্যরা এখন পথে বসেছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন বলেন, রাত ১ টার পর অগ্নিকাণ্ডের খবর পেয়েই তিনটি ইউনিট নিয়ে হাজির হয়ে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করি। তবে চলাচলের রাস্তা সরু হওয়ায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিআরইউ

Link copied!