Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

নভেম্বর ৭, ২০২৪, ০৮:২৬ পিএম


ফেনীতে জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ফেনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম শামছুদ্দিন।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) স্থানীয় দারুল ইসলাম ভবনে দলটির শহর শাখার পক্ষ থেকে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন দলটির ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।

ফেনী শহর জামায়াত ইসলামির আমীর মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে সহকারী সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম,শহর সেক্রেটারি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম প্রমুখ।

বিআরইউ

Link copied!