Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

‘নাটোরে বিএনপির নামে চাঁদা চাইলে দাঁত ও হাত ভেঙ্গে দেয়া হবে’

নাটোর প্রতিনিধি:

নাটোর প্রতিনিধি:

নভেম্বর ৭, ২০২৪, ০৮:৩২ পিএম


‘নাটোরে বিএনপির নামে চাঁদা চাইলে দাঁত ও হাত ভেঙ্গে দেয়া হবে’

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরে কেউ বিএনপির নামে অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী ও চাঁদাবাজি করলে দাঁত এবং হাত ভেঙ্গে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোরবাসীর উদ্দেশ্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোর আজ সন্ত্রাসমুক্ত। কোনো অন্যায়, অবিচারের কাছে নাটোরের মানুষ মাথা নত করবে না। আমি মন্ত্রী থাকাকালীন, অতীতে নাটোরের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করেছে, কোথাও তাদের চাঁদা দিতে হয়নি। যদি কেউ আপনাদের কাছে চাঁদাবাজি করতে চায় আপনারা আমাকে অভিযোগ দেবেন। আমি কথা দিলাম সন্ত্রাসীদের দাঁত ও হাত ভেঙে দিব ইনশাআল্লাহ।

দুলু বলেন, ফুটপাতের ব্যবসায়ী, টেম্পোওয়ালাদের আর কোনো চাঁদা দিতে হবে না। এই টেম্পোর চাঁদা নিয়ে আওয়ামী লীগে মারামারি, ভাগাভাগি ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। নাটোরে আর কোনো চাঁদাবাজি চলবে না। নাটোরকে শান্তির নগর, উন্নয়নের নগর এবং সুন্দর একটি জেলা হিসেবে পরিণত করবো।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরোও বলেন, বাংলাদেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকারের জন্য সাড়ে ১৫ বছর সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান। সেই দুর্যোগ মুহূর্তে দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফেরানোর জন্য নেতৃত্ব দিয়েছেন। অসহায় মানুষকে নির্যাতন, হত্যা করেছে, তাদের পাশে থেকে সহযোগিতা করেছেন তারেক রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এদেশের মানুষকে সঙ্গে নিয়ে হাসিনার পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। ফলে দেশে আজ সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে এসেছে।

দুলু আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে আমরা অনেক ভাইদের হারিয়েছি। আমার পাশে এসব সিনিয়র নেতাদের হত্যার উদ্দেশ্যে কোপানো হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে। বনপাড়ায় আমাদের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু, নাটোরের সুজন, রাকিব, রায়হানসহ আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। সব সময় জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।

সমাবেশে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন। আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, কাজী শাহ আলম, জেলা স্বেচ্ছাসবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, ছাত্রদল সভাপতি কামরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বিআরইউ

Link copied!