Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

চাঁদপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর প্রতিনিধি:

নভেম্বর ৭, ২০২৪, ০৯:১০ পিএম


চাঁদপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁদপুরে জেলা বিএনপির আয়োজনে জাতীয় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

আওয়ামী লীগ তারেক রহমান ও বিএনপিকে ভয় পেত বলেই হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে। অনতিবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে দেশে আসার সুযোগ দিতে হবে বলে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম এ দাবি করেন।

আবদুস সালাম আরও বলেন, আওয়ামী লীগ ভুয়া, তাই লেজ গুটিয়ে পালিয়েছে। এর জন্য হাসিনা নিজেই দায়ী। আমরা তাকে অনেকবার বলেছি আপনি স্বৈরাচারের পথে যাবেন না। আমরা দেশটাকে বাঁচাতে চাই, সবাই নতুন ভাবে দেশটাকে চায়। বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, বিএনপি বাংলাদেশের মানুষের ক্ষমতায় বিশ্বাস করে। তাই এই দেশে তারেক রহমানকে আবারও দরকার। তারেক রহমান এলে বাকিরা চুপিচুপি পালাবে।

আলোচনা সভা শেষে জেলা বিএনপির উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম প্রমুখ। এ সময় জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!