Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪,

শেবাচিম হাসপাতালে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

নভেম্বর ৮, ২০২৪, ০২:১৮ পিএম


শেবাচিম হাসপাতালে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত

র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের উদ্যোগে পালিত হলো বিশ্ব রেডিওগ্রাফি দিবস।

আজ শুক্রবার ৮ নভেম্বর সকাল ১০টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
দিবসটির এবছরের প্রতিপাদ্য ছিল পেশায় প্রচার।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. কবিরুজ্জামান’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল ও কলেজ কম্পাউন্ড প্রদক্ষিণ করে।  পরে কলেজ ক্যাম্পাসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজিস্ট শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের শাখার সভাপতি তৈয়ব আলী শরীফ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. কবিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নজরুল ইসলাম, ডা. নাসির উদ্দিন ও রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাওয়া বেগম।

সভায় বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন বিএনটিএর সাবেক জেলা সভাপতি মো. গোলাম মোস্তফা সেলিম, শেবাচিম শাখার বিএআরআইটি’র সাধারণ সম্পাদক তাওহিদুল হাসান, মেডিকেল টেকনোলজিস্ট মো. বাবুল আক্তার, মো. শাহজালাল শাহীন, ফেরদৌসি, জয়ন্ত কুমার নট্র, সুবোধ রঞ্জন ম-ল, মো. ইসমাইল হোসেন প্রমুখ।

এছাড়া পুরো আয়োজনে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, রোগীর যাতে রেডিওগ্রাফির অবদানকে তুলে ধরার জন্য প্রতি বছর ৮ নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন করা হয়। অভ্যন্তরীণভাবে রোগীদের রোগ নির্ণয়ের জন্য রেডিওলজিক্যাল সিস্টেম ব্যবহার করা হয়।

রেডিওলজিক্যাল পদ্ধতির মধ্যে রয়েছে এক্সরে, এমআরআই এবং আল্ট্রাসাউন্ডের মতো পদ্ধতি। রোগের মূল কারণ খুঁজে পেতে সাহায্য করে রেডিওলজিক্যাল পদ্ধতি। মূলত দিবসটি মানবস্বাস্থ্য এবং চিকিৎসায় রেডিওগ্রাফির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিষ্ঠিত হয়েছিল।

বিআরইউ

Link copied!