Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

দুর্গাপুরে নাশকতার মামলায় ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৪, ০৩:২০ পিএম


দুর্গাপুরে নাশকতার মামলায় ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান (৩০), মোয়াজ্জেম (৪০) ও জমসেদ আলী (৩৮)।

তাদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) রাজ্জাক জানান, পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!