Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সোনাতলায় যৌথ অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৪, ০৩:৫৮ পিএম


সোনাতলায় যৌথ অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

বগুড়ার সোনাতলায় ২৫০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ৩ ব্যক্তি ফেনসিডিল নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব ও পুলিশ চেকপোস্ট বসিয়ে ২৫০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ ভরারা গ্রামের কোবাত আলীর ছেলে রওশন তারেক (৩৩), একই জেলার কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রামের ওয়িজুল হোসেনের দুই ছেলে মো. ফারুক হোসেন (৪০) ও মো. সুমন সরকার (৩৭)।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনাদুননবী বলেন, ২৫০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!