Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

গলাকেটে হত্যার অভিযোগে চারজনসহ এক মাদককারবারি আটক

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৪, ০৪:০৪ পিএম


গলাকেটে হত্যার অভিযোগে চারজনসহ এক মাদককারবারি আটক

গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তরপাড়া এলাকায় একটি ফ্লাটের চারতলায় দুই যুবককে গলাকেটে হত্যার অভিযোগে চারজনকে ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

বৃহস্পতিবা রাতেহ মহানগরীর কাশিমপুরের বিভিন্ন এলাকার তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে দুই যুবককে গলাকেটে হত্যার অভিযোগে সন্দেহভাজন মাহাবুব, শান্ত, জাহিদ ও বকুল নামের চারজনকে আটক করা হয়।

অপরদিকে কাশিমপুরের ১নং ওয়ার্ডের উত্তর পানিশাইল এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারির বসতবাড়ীর সামনের পাকা রাস্তা উপর থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোলাম শাহরিয়ার মিঠুকে আটক করে পুলিশ।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ২ যুবককে গলাকেটে হত্যার অভিযোগে সন্দেহভাজন চারজনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদেরকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!