Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হলেন জিরুনা ত্রিপুরা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৪, ০৪:৩৬ পিএম


খাগড়াছড়ি জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হলেন জিরুনা ত্রিপুরা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের প্রথমবারের মতো নতুন নারী চেয়ারম্যান হয়েছেন জিরুনা ত্রিপুরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন  করা হয়।

পুনর্গঠিত ১৫ সদস্য বিশিষ্ট পরিষদের সদস্যরা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের বঙ্গমিত্র চাকমা, অনিয়ম চাকমা, নিটোল মনি চাকমা, মাহবুবুল আলম, শেফালিকা ত্রিপুরা, ধনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মো. শহিদুল ইসলাম (সুমন) হেডম্যান, জয়া ত্রিপুরা, অ্যাডভোকেট মনজিলা সুলতানা, মহালছড়ি উপজেলার কংজপু মারমা, মানিকছড়ি উপজেলার কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, পানছড়ি উপজেলা থেকে প্রফেসর আবদুল লতিফ।

প্রসঙ্গত, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীসহ বাকিরা পলাতক রয়েছেন। প্রজ্ঞাপনে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় গঠিত পরিষদ বাতিল করা হয়েছে।

ইএইচ

Link copied!