Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম

এইচপিভি টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ৮, ২০২৪, ০৫:২৭ পিএম


এইচপিভি টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম বলেছেন, এইচপিভি টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বাংলাদেশ একটি কল্যাণমূলক দেশ। জনগণের কল্যাণের স্বার্থে সরকার বিভিন্ন ধরনের টিকা পরিচালনা করে থাকেন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা সরকারের একটি দারুণ উদ্যোগ।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ‘ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অন এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ফর দ্যা মিডিয়া পিপল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিভিল সার্জন ডা. মারিয়া হাসান কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বলেন, বিভিন্ন গবেষণায় দেখা যায় এই টিকা গ্রহণে নারীদের বন্ধ্যাত্বের মতো কোন সমস্যা হয় না এবং এই টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসনের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মোহাম্মদ গোলাম আজম, বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল ও ইউনিসেফের প্রতিনিধি।

এছাড়াও বিভিন্ন ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ কর্মশালায় অংশ নেন।

ইএইচ

Link copied!