Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

কলমাকান্দায় মাদকসহ আটক দুই

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৪, ০৫:৪৯ পিএম


কলমাকান্দায় মাদকসহ আটক দুই

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজাসহ দুইজনেকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সকালে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাহাদুরকান্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালাঘর গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে আলমগীর হোসেন (২২) ও একই গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩)।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা অস্থায়ী সেনাক্যাম্পের উপ-অধিনায়ক মেজর জিসানুল হায়দার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদ পেয়ে কলমাকান্দার বাহাদুরকান্দা এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী এম এস ট্রাভেলস বাসে তল্লাশি চালানো হয়। এসময় ফেনসিডিল ও গাঁজা উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

মেজর জিসানুল হায়দার আরও বলেন, জব্দকৃত মাদক এবং আটকৃত আসামিদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!