Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

পাবনায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনা প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৪, ০৬:৩০ পিএম


পাবনায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাবনার আতাইকুলায় আকিজ জুট মিল ও ঢাকা-পাবনা মহাসড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৬টার দিকে আতাইকুলার গঙ্গারামপুরের আকিজ জুট মিল ও ঢাকা-পাবনা মহাসড়কের পাশের পেঁয়াজের জমিতে এ লাশের সন্ধান পাওয়া যায়।

ভোরে স্থানীয় কৃষকরা জমিতে কাজে গেলে মরদেহ দেখতে পায়। কৃষকরা তাৎক্ষণিক আতাইকুলা থানা পুলিশে খবর দেয়।

নিহত যুবকের নাম আসিফ (৩২)। আসিফ গঙ্গারামপুর পীরপুরের আসলাম কসাইয়ের ছেলে। তিনি মানসিক রোগী ছিলেন বলেন স্থানীয়রা নিশ্চিত করেছেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সদর সার্কেল ও এসপি স্যার আসবেন। এরপর আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠাবো। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। রহস্য উদ্ঘাটন করতে পুলিশ কাজ করছে।

ইএইচ

Link copied!