Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নিকলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সভা

কিশোরগঞ্জ ও বাজিতপুর প্রতিনিধি

কিশোরগঞ্জ ও বাজিতপুর প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৪, ০৮:০৮ পিএম


নিকলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সভা

কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কারপাশা ইউনিয়ন পরিষদের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং গণতন্ত্র উত্তরণে নবদিগন্তের সূচনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কারপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিকলী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ তুহিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাসিমুল হক, নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন, বাজিতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক, আশরাফুল আলম আশরাফ, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, বাজিতপুর উপজেলার যুগ্ম যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, বাজিতপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তানভিরুল হক খান সোহেল, কারপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন ও ইকবাল হোসেন, কারপাশা ইউনিয়ন বিএনপি‍‍`র সাংগঠনিক সম্পাদক জসিম, সোলাইমান মেম্বার লাল মিয়া প্রমুখ।

ইএইচ

Link copied!