Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রামগড়ে মাদকসহ কারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৪, ০৮:২৫ পিএম


রামগড়ে মাদকসহ কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০টি মাদক মামলার পলাতক আসামি মো. নুরুন্নবীকে (৩৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েলের দিক নিদের্শনায় রামগড় থানা পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি মাদক মামলার পলাতক আসামি মো. নুরুন্নবীকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ পূর্বক আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েলের দিক নির্দেশনায় জেলা পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!