Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৪, ০৮:৩৭ পিএম


জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দোয়া মাহফিল

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইনের সভাপতিত্ব এ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মহাসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অতিথির বক্তব্য দেন, প্রতিষ্ঠাতা সদস্য আতিকুর রহমান, উপদেষ্টা লায়ন গণী মিয়া বাবুল, ড. এসএম নূরুজ্জান, প্রতিষ্ঠাতা মুহম্মদ আলতাফ হোসেনের ছেলে ডাক্তার মো. মনির হোসেন ও মুনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি খায়রুল ইসলাম, মিজুর রহমান প্রীন্স, জামাল হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, কাজী মাহামুদুল হাসান, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, আতিকুর রহমান আজাদ, অর্থসচিব আবেদ আলীসহ আরও অনেকেই।

স্মরণসভায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দোয়া পরিচালার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

ইএইচ

Link copied!