Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

আ.লীগসহ ১৪ দলের বিচারের দাবিতে নাটোরে জামায়াতের সমাবেশ

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৪, ০৮:৫১ পিএম


আ.লীগসহ ১৪ দলের বিচারের দাবিতে নাটোরে জামায়াতের সমাবেশ

আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের লগি-বৈঠার তাণ্ডবের হত্যার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে নাটোরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিঘাপতিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম নিজামীর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মো. আখের আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নাটোর সদর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী।

এছাড়াও আরোও বক্তব্য দেন- জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, সদর থানা জামায়াতের আমির মাওলানা মীর নুরুন্নবী, সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল আমিন জিহাদী, সাবেক ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. আলমগীর হোসেন, আলী আল মাসুদ মিলন, মো. সাজ্জাদুর রহমান,সদর থানা শাখার সভাপতি মো. তালহা মন্ডল ও সেক্রেটারি সোহানুর রহমান সোহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আফতাব আলী, ও অধ্যাপক আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ইএইচ

Link copied!