Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভাটারায় বিএনপির জনসভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৪, ০৭:১৭ পিএম


ভাটারায় বিএনপির জনসভা অনুষ্ঠিত

সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  বিকেলে ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বিশাল জনসভা  অনুষ্ঠিত হয়। ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি  মো. হুমায়ুন কবির খান সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ জাতীয়তাবাদীদল জামালপুর জেলা শাখার সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃআব্দুল করিম সঞ্চালনায় 

প্রধান বক্তার বক্তব্য রাখেন  সরিষাবাড়ি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহবায়ক  এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার (শাহীন)।
বিশেষ অতিথির উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আজিম উদ্দিন আহম্মেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত   জেলা 

বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য মো. হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য শেখ হোসেন জামান জুয়েল,ভাটারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য এড. মো. এ.এম.বি রেজা ভানু,উপজেলা বিএনপির সদস্য মো. আশরাফ হোসেন,ভাটারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মো. শফিকুল ইসলাম মিলন।

এসময় উপস্থিত ছিলেন মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদ ছানা, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ মাষ্টার, তিতপল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি  হাফিজুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক হযরত আলী, 
জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আলম মাহমুদ, সহ সাংগঠনিক নাজমুল হাসান প্রমুখ।

জনসভা শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরএস
 

Link copied!