Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিএনপি নেতা এবিএম মোশাররফ

বিএনপি গুম খুনের রাজনীতি করে না

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৪, ০৮:০৬ পিএম


বিএনপি গুম খুনের রাজনীতি করে না

শেখ হাসিনা মানুষ গুম ও খুন করেছে এবং সেই সাথে টাকা চুরি করে দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করেছে। সে কারনে দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগের নেতার্মীরা মামলার ঝুলি নিয়ে পালিয়ে রয়েছে আর হাসিনা এখন ভারতে নরেন্দ্র মোদীর কাছে আতিথেয়তা নিচ্ছে। স্বৈরাচারী সরকার এরশাদ ক্ষমতাচ্যুত হয়েও দেশ ছেড়ে পালায় নাই। আ’লীগ নেতাকর্মীদের কাছে জানতে চাই, আপনারা কেমন নেতার দল করেছেন? অপর দিকে বিএনপি গণমানুষের দলে পরিণত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাঙ্গাবালী উপজেলা বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পরে এ দেশে হাসিনাসহ তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ২ শতাধিক হত্যামামলা হয়েছে। যার একটাও বিএনপি করেনি বরং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের সদস্যরা ওই মামলা করেছে। গত ১৭ বছরে  বিএনপির নেতাকর্মীদের উপর হওয়া অত্যাচার ও জুলুমের জবাব এখন আমরা চাইলেই দিতে পারতাম  কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন,আওয়ামী লীগের মতো একই কাজ যদি বিএনপি করে তাহলে ওদের সাথে পার্থক্য কোথায়?

আওয়ামী লীগের নেতা তোফায়েল আহম্মেদ বলেছিল বিএনপি যদি ক্ষমতায় যায় তাদের হাতে একদিনে আওয়ামী লীগের অন্তত ৫ লাখ নেতাকর্মী নিহত হবে। আমি আজ সেই নেতাদের কাছে জানতে চাই গত ৫ আগস্টের পরে কত লাখ আ’লীগ নেতাকর্মী নিহত হয়েছে। আমি স্পষ্টভাবে বলছি বিএনপি গুম-খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি গণমানুষের রাজনৈতিক দল।

আয়োজিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা বিএনপির সদস্য সচিব স্লেহাংশু সরকার কুট্টি, সদস্য মোস্তাক আহমেদ পিনু, জাফরুজ্জামান খোকন ও এ্যাড : মজিবর রহমান টোটন, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক হারুন হাওলাদার  প্রমুখ। সভায় ছয় ইউনিয়নের অন্তত ২০ হাজার নেতাকর্মী জড়ো হয়।

আরএস

 

 

Link copied!