Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে প্রতিবন্ধী শিশুদের ক্ষমতায়ন কর্মসূচির আওতায় আনার দাবি

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ১০, ২০২৪, ০৩:৪০ পিএম


বরিশালে প্রতিবন্ধী শিশুদের ক্ষমতায়ন কর্মসূচির আওতায় আনার দাবি

বরিশালে প্রতিবন্ধী শিশুদের ক্ষমতায়ন কর্মসূচি আওতায় আনার দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে রোববার দুপুরে আভাস প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শামীম চৌধুরী।

আভাসের কার্যনির্বাহী সদস্য জাহানারা বেগম স্বপ্নার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সরকারি মহিলা টিটিসির অধ্যক্ষ আহমেদ আলী ইমরান।

সভায় সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ দাস ও প্রজেক্ট অফিসার কান্তা দে।

বিভিন্ন ট্রেড প্রশিক্ষণের মাধ্যমে এই শিশুদের অশিক্ষিত করে ক্ষমতায়ন করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!