লক্ষ্মীপুর প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৪, ০৪:০৫ পিএম
লক্ষ্মীপুর প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৪, ০৪:০৫ পিএম
লক্ষ্মীপুর সদরের কাজির দিঘির পাড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথের হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলার জুয়েলার্স ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশ নেয়।
এ সময় স্বর্ণ ব্যবসায়ীরা তাদের নিরাপত্তার দাবি জানান৷ মানববন্ধনে নিহতের ছেলে প্রিতম দেবনাথ ও তার স্বজনেরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা জামায়াতের সেক্রেটারি নুর নবী ফারুক, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল, পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা, বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক পরেশ কর্মকার প্রমুখ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বলেন, জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
ইএইচ