Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধামইরহাটে বিষ্ফোরক মামলায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৪, ০৪:২৪ পিএম


ধামইরহাটে বিষ্ফোরক মামলায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে মারামারি ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন- জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম (৫২) ও উমার ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস (৪০)।

ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান- বিস্ফোরক আইনে আসামিদের গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!