Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৪, ০৪:৪৮ পিএম


কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।  

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, সহ-সভাপতি সায়েদ সুমন, মামুন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিব, আব্দুল্লাহ আল মামুন,জাহিদ আহসান রাসেল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ শাওন বাবু প্রমুখ।

পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ইএইচ

Link copied!