Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

দিনাজপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৪, ০৫:০৮ পিএম


দিনাজপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

রোববার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচির নেতৃত্বে শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি তার বক্তব্যে বলেন- ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। জুলাই আগস্টে কত মায়ের বুক খালি করেছে। খুনি হাসিনা ও ছাত্রলীগকে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, দিনাজপুরে রেলের লাইন খোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। রেললাইন খোলা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। মহান রাব্বুল আলামিন এই দুর্ঘটনা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন।

এ সময় জেলা যুবদল সভাপতি মুন্নাফ মুকুল, বিএনপি নেতা জিয়াউর রহমান, বকুল, চ্যাম্পিয়ানসহ বিএনপি মহিলা দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!