ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
নভেম্বর ১০, ২০২৪, ০৫:১৪ পিএম
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
নভেম্বর ১০, ২০২৪, ০৫:১৪ পিএম
চাঁদপুর ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রোববার (১০ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজ, আমাদের ক্যাম্পাস। এখানে কমিটি হবে স্বচ্ছ এবং স্বৈরাচার মুক্ত। কোন মাদক কারবারি ও সেবনকারী এবং স্বৈরাচারের দোসর দিয়ে আমাদের কমিটি হবে তা আমরা কোন ভাবেই মেনে নেবো না। আমাদের বহু ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোন ভাবেই ম্লান হতে দেবো না।
শিক্ষার্থীরা আরো বলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার কি করে দাতা সদস্য করা হয় তা আমাদের বোধগম্য নয়। স্বৈরাচারী সরকার পতন হলেও তাদের দোসরদের দিয়ে এই কমিটি আমরা মানী না।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারের সরকারের পতন হলেও তার প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে বসে আছে। গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ঐতিহ্য ধরে রাখতে যে কোন পদক্ষেপ নিতে প্রস্তুত। কোন স্বৈরাচারদের দিয়ে এ প্রতিষ্ঠানের কমিটি হবে তা আমরা কোন ভাবেই মেনে নেবো না।
গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ, মো. খোরশেদ আলম চৌধুরী ও মো. ওমর ফারুক বলেন, আমাদের কলেজের কমিটি হবে আমরা জানিনা। অবৈধভাবে আমাদের প্রতিষ্ঠানের কমিটি কোন ভাবেই মানা যায় না।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই ছিদ্দিক সরকার স্বাক্ষরিত গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের মাহবুব মোর্শেদ (কচি) সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদারকে দাতা সদস্য করে কমিটির অনুমোদন দেয়। কমিটির পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পরেই তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিআরইউ