Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

বিভাগীয় কমিশনার ও নগর প্রশাসকের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতবিনিময়

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ১০, ২০২৪, ০৫:২১ পিএম


বিভাগীয় কমিশনার ও নগর প্রশাসকের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতবিনিময়

নবাগত বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার বলেছেন, এইচপিভি টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। জনগণের কল্যাণের স্বার্থে সরকার বিভিন্ন ধরনের কাজ পরিচালনা করে থাকেন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা সরকারের একটি দারুণ উদ্যোগ।

বলেছেন, বিভিন্ন গবেষণায় দেখা যায় এই টিকা গ্রহণে নারীদের বন্ধ্যাত্বের মতো কোন সমস্যা হয় না এবং এই টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এইচপিভি ভ্যাকসিনেশনের মাঠ পর্যায়ে ভ্যাকসিনের কি প্রক্রিয়া তা নিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রো

ববার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের সভা কক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক মো. রায়হান কাওছার ও স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কর্পোরেশনের প্রশাসক ও নবাগত বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে থাকা পল্লবী সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজুরুল ইমামসহ (শুভ্র) ইউনিসেফের প্রতিনিধিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ইএইচ

Link copied!