Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক বহনকারী বাস পুকুরে

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৪, ০৫:৩২ পিএম


কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক বহনকারী বাস পুকুরে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ইটভাটা শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে অন্তত ১৬ যাত্রী আহত হয়েছেন।  

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর ও ইকরাটিয়ার মধ্যস্থল বাজিতপুর যাওয়ার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাশিদ বিন এনাম নিশ্চিত করেছেন।

তিনি জানান, এতে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জেলার করিমগঞ্জ উপজেলার বালিখালী এলাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া ইটভাটায় কাজের জন্য যাওয়া ৩৫ থেকে ৩৬ জন শ্রমিকদের বহনকারী সাদিয়া পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জ্ঞানপুর রাস্তার পাশের একটি পুকুরে ডুবে যায়।

এ ঘটনায় আহত ১৫ থেকে ১৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এতে প্রাথমিকভাবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ লেখা পর্যন্ত পুকুর থেকে এখনো বাসটি উদ্ধার করা যায়নি।

দেখা যায়, শ্রমিকদের ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার ও রান্নার সরঞ্জামসহ বিভিন্ন মালামাল পানিতে ভাসছে।

ইএইচ

Link copied!