Amar Sangbad
ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪,

দীঘিনালায় ব্র্যাকের কীটনাশকযুক্ত মশারি বিতরণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৪, ০৫:৩৮ পিএম


দীঘিনালায় ব্র্যাকের কীটনাশকযুক্ত মশারি বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হয়েছে।

রোববার সকালে বোয়ালখালী ইউনিয়ন পূর্ব থানাপাড়ায় উপজেলা কমিউনিটি সেন্টারের সামনে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল প্রকল্পের এনজিও ব্র্যাকের সহযোগিতা দীঘিনালা উপজেলা স্বাস্থ্য বিভাগ অধীনে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন- দীঘিনালা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র প্রোগাম অফিসার লেলিল চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা,  পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারী অরুণ চাকমা, ব্র্যাক স্বাস্থ্য সহকারী মো. লাকী বেগম প্রমুখ।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. তনয় তালুকদার বলেন, মশা বাহিত রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। আর শিশুদেরকে স্বাস্থ্য সুরক্ষায় টিকা দিতে হবে।

ইএইচ

Link copied!