Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাঁচবিবিতে ভ্যান চালকের লাশ উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৪, ০৭:৩১ পিএম


পাঁচবিবিতে ভ্যান চালকের লাশ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে গলায় ফাঁস ও পেছনে হাত বাঁধা অবস্থায় ধানক্ষেত থেকে আরাফাত হোসেন (১৮) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর উত্তর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরাফাত হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলা আলীহাট ইউনিয়নের ইটা বাওনা গ্রামের মিনহাজ ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য গৌরচন্দ্র বলেন, সকালে মোলান গ্রামের জনৈক কৃষক মাঠে ধান দেখতে যান। এ সময় সে তার জমিতে হাত বাঁধা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে খবর পেয়ে আমি বিষয়টি পাঁচবিবি থানায় জানাই। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, সঠিক ঘটনা উদঘাটনের জন্য বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!