Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আড়াইহাজারে পৃথক মামলায় গ্রেপ্তার ২

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৪, ০৭:৫২ পিএম


আড়াইহাজারে পৃথক মামলায় গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ উপজেলার পাঁচ রুখি এলাকার একটি ভাঙচুরের মামলার এক আসামিসহ অপর একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্ত এক আসামিকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে।

তাদেরকে তাদের  নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার দুপ্তারা ইউনিয়নের গির্দা নগরপাড়া এলাকার মো. বাবুলের পুত্র সাইফুল ইসলাম ওরফে সাব্বির এবং হাইজাদী ইউনিয়নের তিল চন্দী এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র মো. হান্নান মিয়া।

তাদেরকে রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!