Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

নভেম্বর ১০, ২০২৪, ০৮:১১ পিএম


খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের ১০তম চেয়ারম্যান পদে জিরুনা ত্রিপুরা ও পরিষদের নবাগত সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরের দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দশম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সুমন চৌধুরীর সভাপতিত্বে নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিরুনা ত্রিপুরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মো. শহিদুল ইসলাম (সুমন), অ্যাডভোকেট মনজিলা সুলতানা, জয়া ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা, অনিয়ম চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোইয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রফেসর আবদুল লতিফ, মো. মাহবুবুল আলম, পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বলেন, সকলের আস্থার পরিবেশ সৃষ্টিতে কাজ করবে ১০ম অন্তর্বর্তীকালীন পরিষদ। জেলার সার্বিক উন্নয়নে সকলের সুপরামর্শ প্রদানের দরজা খোলা রয়েছে জানিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী প্রতি পদ চাকমা, পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল রাজ্জাক, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ পরিষদ ন্যস্ত বিভাগের বিভাগীয় প্রধানগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!