Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির প্রধান হলেন কৃষিবিদ শামীমুর রহমান

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৪, ০৮:১৭ পিএম


সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির প্রধান হলেন কৃষিবিদ শামীমুর রহমান

রামপাল সুন্দরবন মহিলা কলেজের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমানকে আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আয়শা সিদ্দিকা মানিকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক আদেশবলে এ পরিপত্র জারি করা হয়।

এডহক কমিটির অন্য সদস্যরা হবেন- জমিদাতা, শিক্ষক মণ্ডলীর প্রতিনিধি ও পদাধিকারবলে সদস্য সচিব হবেন কলেজ অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ।

এডহক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে কলেজ অধ্যক্ষ খালিদ আহমেদ বলেন- গত ৩ নভেম্বর ভাইস চ্যান্সেলরের আদেশ বলে আগামী ৬ মাসের জন্যে এ কমিটি গঠন করা হয়।

ইএইচ

Link copied!