Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাপ্তাই হ্রদের নানামুখী সমস্যা নিরসনের পরিকল্পনা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৪, ০৮:২২ পিএম


কাপ্তাই হ্রদের নানামুখী সমস্যা নিরসনের পরিকল্পনা

রাঙামাটির কাপ্তাই হ্রদের নানামুখী সমস্যা নিরসনের পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বলেন, পুনরুদ্ধার করা হবে কাপ্তাই হ্রদের প্রকৃত রূপ।

রোববার রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ মৎস্য সম্পদ উন্নয়নে স্টেকহোল্ডারের সাথে এক মতবিনিময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, শুধু মৎস্য উৎপাদন নয়। নানামুখী উন্নয়নের জন্য কাপ্তাই হ্রদকে বাঁচিয়ে রাখতে হবে। কাপ্তাই হ্রদে ড্রেজিংও প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় রাঙামাটি কাপ্তাই হ্রদকে আবার পূর্ণরূপে ফিরিয়ে আনাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান ও রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভুঁইয়া উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!