Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে সাভারে পুলিশের চেকপোস্ট: আটক ৩০

মো. শরিফ শেখ, সাভার

মো. শরিফ শেখ, সাভার

নভেম্বর ১০, ২০২৪, ০৮:৪২ পিএম


আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে সাভারে পুলিশের চেকপোস্ট: আটক ৩০

সাভারের আমিন বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রোববার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মফিদ-ই-আম স্কুলের সামনে শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সমাবেশকে ঘিরে সাভারে পুলিশের চেকপোস্ট যানজটে ভোগান্তি সৃষ্টি হয়।

এ ছাড়াও রাজধানীর অন্যান্য প্রবেশমুখ সাভারের বিরুলিয়া, আশুলিয়ার বাইপাইল ও নবীনগর এলাকায় তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে। 
চেকপোস্টে উপস্থিত সাভার মডেল থানার পরিদর্শক মো. আব্দুল্লাহ বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মূলত মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযানের অংশ আমাদের এই কার্যক্রম।

রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রেখে এই চেকপোস্ট বা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, ‘বিশেষ কোনো রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না। বরং মাদকদ্রব্যের বিরুদ্ধে এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের এই তল্লাশি কার্যক্রম চলছে। একই সঙ্গে রাজধানীতে প্রবেশ করে কেউ যেন নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে সেটিও লক্ষ্য রাখা হচ্ছে। মূলত গতকাল রাত থেকেই ঢাকার এই প্রবেশপথটিতে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যা আজও চলমান।

ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আহমেদ মুঈদ বলেন, সাভার ও আশুলিয়ার মিলে ৩০ জনকে আটক করা হয়েছে। জনগণের মালামাল রক্ষার জন্য কাজ করছে পুলিশ। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশ মুখে কেউ যেনো কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে, সেই লক্ষ্যে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।
ইএইচ

Link copied!