Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে সাংবাদিকের উপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৪, ০৮:৫০ পিএম


ফেনীতে সাংবাদিকের উপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মফিজুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।

রোববার শহরের এসএসকে রোডস্থ মাইশা টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মফিজ সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামের বলি বাড়ির মনির আহম্মদের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, সাংবাদিকের উপর হামলার মামলায় গ্রেপ্তারকৃত মফিজুর রহমানকে রোববার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে সোনাগাজী থানায় একাধিক মামলা রয়েছে।অপর তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!