Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

সালথায় যুবকের আত্মহত্যা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৪, ১২:০০ পিএম


সালথায় যুবকের আত্মহত্যা

ফরিদপুরের সালথায় সুদের টাকার চাপে মো. আসাদ শেখ (২৪) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে নিজ ঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আসাদ বিষ্ণুদী গ্রামের আলতাফ শেখের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটি সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, সুদের টাকার চাপে আসাদ আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!