Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মান্দায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৪, ০৩:০১ পিএম


মান্দায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

নওগাঁর মান্দায় মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আ. লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, অধ্যক্ষ মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ মো. বেদারুল ইসলাম, মো. আ. গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!