Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অভয়নগরে বিদেশি পিস্তল গুলি ও মাদক উদ্ধার, আটক ৩

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৪, ০৪:০৭ পিএম


অভয়নগরে বিদেশি পিস্তল গুলি ও মাদক উদ্ধার, আটক ৩

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল ও বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাতে উপজেলা বুইকারা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক মো. শারিফ খান (২৯) উপজেলার বুইকারা গ্রামের মো. ইকবাল খানের ছেলে। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

অপর আটক রুপা বেগম (২৬) উপজেলার বুইকারা গ্রামের আকন্দি পাড়ার হিরো মোল্লার মেয়ে ও মোহাম্মদ সোহাগ (৩২) একই গ্রামের শুক্কুর মোড়লের ছেলে। তাদের কাছ থেকে ২’শ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল উপজেলার বুইকারা গ্রামে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে একটি বিদেশি পিস্তল (ইতালিয়ান), তিন রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও একটি চাইনিজ কুড়ালসহ শারিফ খান নামে এক যুবককে আটক করা হয়।

একই দিন রাত ২টার দিকে উপজেলার বুইকারা গ্রামের আকুন্দি পাড়ায় অভিযান চালিয়ে রূপা বেগম ও মোহাম্মদ সোহাগ নামের দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!