Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

ময়মনসিংহ

ময়মনসিংহ

নভেম্বর ১১, ২০২৪, ০৫:০৩ পিএম


ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাসে আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় কামরুল হাসান (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত কামরুলের ওই ফিলিং স্টেশনের পাশে একটি খাবারের হোটেল ছিল।

এর আগে হিমেল মুন্সি (২৫), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫) ও তোফাজ্জল হোসেন (৪২) মারা যান।

আগুনের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে সুমি আক্তার (৩০) ও আব্দুল মালেক (৫০) নামে আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নুর হোসেন গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাতে ময়মনসিংহ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় পাঁচজনকে ঢাকা নেওয়া হয়। এরমধ্যে সোমবার দুপুরের দিকে কামরুল হাসানের মৃত্যু হয়। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এছাড়া সুমি আক্তার ৩২ শতাংশ ও আব্দুল মালেকের ৫০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

নুর হোসেন আরও বলেন, ৬ নভেম্বর দুপুরে নিহত প্রাইভেটকারচালক হিমেল মুন্সির মা ইয়াসমিন ওরফে হেনা বাদী হয়ে ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ছয়জনকে আসামি কর কোতোয়ালী থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে ৪ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে সাতটি গাড়ি ভস্মীভূত হয়ে যায়। এসময় ওই প্রাইভেটকার থেকে হিমেলের মরদেহ উদ্ধার করা হয়।

আরএস

Link copied!