গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৪, ০৭:৫১ পিএম
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৪, ০৭:৫১ পিএম
বরিশালের গৌরনদীতে অজ্ঞাত নামা এক চোরকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম শাওড়া গ্রামে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ এর সময় পশ্চিম শাওড়া গ্রামের মনির ব্যাপারী (৪৫) এর বসত ঘরের সামনে মনির বেপারীর নিজের দুটি ইজিবাইক চার্জে দেওয়া ছিল। এ সময় অজ্ঞাতনামা দুই জন চোর সেলাই রেঞ্জ দিয়ে ইজিবাইক চুরি করার সময় ইজিবাইকের মালিক মো. মনির হোসেন টের পেয়ে চোর চোর করে ডাকচিৎকার দিলে অজ্ঞাতনামা চোর দুইজন দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন চারদিক হতে ধাওয়া করিয়া পশ্চিম শাওড়া গ্রামের পার্শ্ববর্তী দক্ষিণ চাঁদশী এলাকায় স্থানীয় শত শত লোকজন অজ্ঞাতনামা একজন চোরকে আটক করিয়া গণধোলাই দেয়। এতে অজ্ঞাতনামা চোর ঘটনাস্থলে গণপিটুনিতে অসুস্থ হয়ে পড়ে।
স্থানীয়রা সোমবার সকালে পুলিশকে খবর দিলে, এস আই মো. জসিম উদ্দিন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় চৌকিদার, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় অসুস্থ অজ্ঞাতনামা চোরকে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উক্ত অজ্ঞাতনামা চোরকে মৃত বলে ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান , অজ্ঞাতনামা মৃত্যু ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। মৃত ব্যক্তির দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী কার্যক্রম ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএস