Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া

বিএনপির হাতেই দেশ ও জনগণ নিরাপদ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৪, ০৮:০২ পিএম


বিএনপির হাতেই দেশ ও জনগণ নিরাপদ

শান্তি সম্প্রীতি সহাবস্থান  উন্নয়নের লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে সম্প্রীতি সমাবেশ কেন্দ্রীয় বিএনপির  সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন বিএনপির হাতেই দেশ ও জনগণ নিরাপদ।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে সম্প্রীতি সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির  সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ এিপুরার সঞ্চালনায়  খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো.আবু ইউছুফ চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড.মালেক মিন্টু,যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু,জেলা বিএনপির সাংগঠনিক আ.রব রাজা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি,মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জেলা যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারি,পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম,   মাটিরাঙ্গা উপজেলা যুব দলের আহ্বায়ক মো.জয়নাল আবেদীন সরকার, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লা আল নোমান সাগর,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.জাহেদ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান সজল, সহ জেলা বিএনপি ও উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপির লক্ষ্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। একদিনে বিজয় অর্জিত হয়নি মন্তব্য করে তিনি বলেন, ১৫ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার পতন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপির হাতেই দেশ ও জনগণ নিরাপদ জানিয়ে তিনি আরো বলেন, পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অতীতেও বিএনপি কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে।

আরএস
 

Link copied!