Amar Sangbad
ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গা যামিনীপাড়া জোনের উদ্যােগে অসহায়দের মাঝে বিভিন্ন অনুদান বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৪, ০৯:১৩ পিএম


মাটিরাঙ্গা যামিনীপাড়া জোনের উদ্যােগে অসহায়দের মাঝে বিভিন্ন অনুদান বিতরণ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) জোনের উদ্যােগে দুস্থ অসহায় পাহাড়ি -বাঙালিদের বিভিন্ন অনুদান প্রদান করা হয়।

পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণ মূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ১১ নভেম্বর  যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় আর্থিক ও বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন।

জোনের আওতাধীন দুস্থ ও অসহায় ধমনী কুমার ত্রিপুরা, দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে পুরাতন ও ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করে আসছে। তার আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ০২ বান ঢেউটিন অনুদান দেয়া হয়। দায়িত্বপূর্ণ এলাকার ময়দাছড়ায় গির্জা ঘর নির্মাণের জন্য পালক শ্রী হরিপূর্ন ত্রিপুরার আবেদনের প্রেক্ষিতে ১০,০০০/-নগদ প্রদানসহ আওতাধীন এলাকার অসহায় ও দুস্থ মোসা. আমেনা বেগমকে (জ্যাকি চাকমা) আর্থিক সচ্ছলতা আনয়নের লক্ষে ১টি সেলাই মেশিন, বড়নাল মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে ৫x সিলিং ফ্যান, তবলছড়ি গ্রীন হিল কলেজের মেধাবী শিক্ষার্থীর লেখাপড়ার সুবিধার্থে ২ সেট পাঠ্য পুস্তক অনুদান প্রদান করেন। এছাড়াও আওতাধীন এলাকার দুস্থ ও অসহায় কিছু পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ ২ জন পাহাড়ি এবং ৬ জন বাঙালি অসুস্থ ব্যক্তির চিকিৎসা জন্য মোট ৪৫,৫০০/- টাকা নগদ প্রদান করা হয়। যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৫০,০০০/- টাকা অনুদান দেয়া হয়। প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ৬ টি মাদ্রাসায় ৪৫০ কেজি চাল বিতরণ করেন। মোট ১,৫০,৩০০/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ১১৯৬ জন (পাহাড়ি-৩৯৪ জন এবং বাঙালি-৮০২ জন)।

আরএস

 

Link copied!