Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কালীগঞ্জে ৪০০ লিটার মদসহ নারী আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৪, ০৪:৪৬ পিএম


কালীগঞ্জে ৪০০ লিটার মদসহ নারী আটক

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ও মদ তৈরির উপকরণ জব্দ করে এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার রাতে তুমলিয়া ইউনিয়নের উত্তর দড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মদ ব্যবসায়ী ববি গমেজ (৩৫) উত্তর দড়িপাড়া এলাকার উজ্জ্বল দরেজের স্ত্রী। সে দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। জড়িত মদ ব্যবসায়ী এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা মদ ও উপকরণের বাজার মূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা সমপরিমাণ। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে আটক নারীকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!