Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ছাতক প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময়

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৪, ০৫:৩০ পিএম


ছাতক প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময়

সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. তরিকুল ইসলাম।

সোমবার তিনি এখানে যোগদান করেন। এর আগে তিনি ছিলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তিনি দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে চাকরি করলেও পুণ্যভূমি সিলেট বিভাগেই এই প্রথম।

তিনি বলেন, এ পূর্ণভুমিতে সঠিকভাবে তিনি তার দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

মঙ্গলবার প্রথম কার্য দিবসে দুপুরে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে তার কার্যালয়ে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি প্রতিটি কাজে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। এ জন্য তিনি ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সকল সাংবাদিকদের সহযোগিতা চান।

এ সময় ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিক ও নাজমুল ইসলাম, সাংবাদিক মীর আমান উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!