Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

রামপালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের লিফলেট বিতরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৪, ০৫:৩৬ পিএম


রামপালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের লিফলেট বিতরণ

রামপাল উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল মাদরাসা ও সোনাতুনিয়া এ কে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ‘কেমন শিক্ষাঙ্গণ চান’ সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইমরান হাওলাদার তুহিনের নেতৃত্বে মতবিনিময় শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন, শিক্ষার্থীদের মতামত নেন এবং শিক্ষাঙ্গনে যাতে  ছাত্র রাজনীতির কোন অপব্যবহার না হয় এসব বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।

পরে দুই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রদল নেতৃবৃন্দ।  

এ সময় উপস্থিত ছিলেন রওনাকুল ইসলাম তয়ন, মো. আকবর আলী, আব্দুল কাদের ফারাজ, মোহাম্মদ শাকিরুল ইসলাম, মাজারুল ইসলাম তামিম, রতন শেখ প্রমুখ।

ইএইচ

Link copied!